অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শুভ সকাল
গহীন জঙ্গলে ও মরুভূমিতে এই গাছগুলো বেশি দেখা যায় তবে পাহাড় এলাকায় ক্যাকটাস গাছের জন্ম। এরা শুষ্ক মরুভূমি এলাকায় খুব ভালোভাবে টিকে থাকতে পারে।
ক্যাকটাস দেখতে অনেক সুন্দর হয় বিশেষ করে বাড়ির ডেকোরেশন এর জন্য এই গাছগুলো অনেক সুন্দর ভাবে সাজালে বাড়ির সামনে সিনারি পরিবর্তন হয়ে যায় প্রাপ্তবয়স্ক হলে এই গাছ থেকে খুব সুন্দর ফুল ফুটে ফুলগুলো দেখতে অনেক আকর্ষণীয়।
তবে আজকে এই কাজগুলোতে ফুল খুবই কম তবে অন্য আরেকটি প্রজাতের ক্যাকটাস গাছের ফুল এসেছে এখনো পর্যন্ত ফুটে বের হয়নি তবে মনে হচ্ছে দু-একদিনের ভিতরে ফুল ফুটবে।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
যারা গাছ তুমি মানুষ তারা ক্যাকটাস জাস্ট অনেক বেশি পছন্দ করে কেননা এই গাছগুলো দেখতে যেমন সুন্দর তেমনি যে কোন পরিবেশে এই গাছ খুব সহজে টিকে থাকতে পারে। তো বন্ধুরা এই ছিল ক্যাকটাস সম্পর্কে আমার লেখা আর্টিকেল এবং এর সুন্দর ফটোগ্রাফি ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি।