(Echinopsis oxygona) ক্যাকটাস গাছ

in #hive-1177784 days ago

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করব Echinopsis oxygona সম্পর্কে এটা ইংরেজি নাম হলেও এর বাংলা একটি সুন্দর নাম রয়েছে সেটি হল কাটাযুক্ত ক্যাকটাস এটা দুই থেকে তিন প্রকার হয়ে থাকে।

IMG_20241114_174110.jpg

গহীন জঙ্গলে ও মরুভূমিতে এই গাছগুলো বেশি দেখা যায় তবে পাহাড় এলাকায় ক্যাকটাস গাছের জন্ম। এরা শুষ্ক মরুভূমি এলাকায় খুব ভালোভাবে টিকে থাকতে পারে।

IMG_20241114_174101.jpg

ক্যাকটাস দেখতে অনেক সুন্দর হয় বিশেষ করে বাড়ির ডেকোরেশন এর জন্য এই গাছগুলো অনেক সুন্দর ভাবে সাজালে বাড়ির সামনে সিনারি পরিবর্তন হয়ে যায় প্রাপ্তবয়স্ক হলে এই গাছ থেকে খুব সুন্দর ফুল ফুটে ফুলগুলো দেখতে অনেক আকর্ষণীয়।

IMG_20241114_174057.jpg

তবে আজকে এই কাজগুলোতে ফুল খুবই কম তবে অন্য আরেকটি প্রজাতের ক্যাকটাস গাছের ফুল এসেছে এখনো পর্যন্ত ফুটে বের হয়নি তবে মনে হচ্ছে দু-একদিনের ভিতরে ফুল ফুটবে।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed
যারা গাছ তুমি মানুষ তারা ক্যাকটাস জাস্ট অনেক বেশি পছন্দ করে কেননা এই গাছগুলো দেখতে যেমন সুন্দর তেমনি যে কোন পরিবেশে এই গাছ খুব সহজে টিকে থাকতে পারে। তো বন্ধুরা এই ছিল ক্যাকটাস সম্পর্কে আমার লেখা আর্টিকেল এবং এর সুন্দর ফটোগ্রাফি ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি।