(Sunset Photography)রবিবার বিকালে সূর্য অস্তের সুন্দর কিছু মুহূর্ত।

in #hive-134443last month

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সূর্য অস্তের সূর্য অস্তের সুন্দর কিছু মুহূর্ত।

Sunset Photography

IMG_20241110_184435.jpg

ব্যস্ত ময় শহরে ব্যস্ততাই ব্যস্ততায় দিন কাটছে প্রতিটি মানুষের প্রকৃতির সৌন্দর্য দেখার মত সেই সময়টুকু নাই অন্যদের কথা আর কি বলবো আমি তো খুব একটা এমন দৃশ্য দেখতে পাই না দেখতে পারলেও সেটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। বিকাল ৬ঃ০০ টার পরে বাসতলার উপরে বেলকনির সাইডে বসে বসে ঠান্ডা বাতাস অনুভব করছিলাম।

আকাশের অবস্থা এবং সৌন্দর্য মনোরম পরিবেশ না থাকলে সূর্য অস্ত্রের ফটোগ্রাফি অথবা সূর্য উদয়ের ফটোগ্রাফি কালেকশন করা সম্ভব হয় না অনেকদিন পর আপনাদের মাঝে খুব সুন্দর ফটোগ্রাফি উপস্থাপনা করছে।

IMG_20241110_184426.jpg

এমন সময় চোখে পড়লো সূর্য অস্তে যাওয়ার এই দৃশ্য লাল ভরে উঠেছ সন্ধ্যার আভাস দেখা দিচ্ছে তবুও যে স্ট্যানটিতে সূর্য নিচে নামছে ঠিক ওইখানের দৃশ্যটা অনেকটাই চলন্ত রশির মত দেখতে।

IMG_20241110_184502.jpg

সূর্য সব সময় একই রকম থাকে পরিবর্তন হয় না এর অগ্নি রেখা গুলো তবে আমরা পরিবর্তন দেখতে পাই তখনই সূর্য যখন পৃথিবী অপর প্রান্তে চলে যায় অর্থাৎ পৃথিবীর চারপাশে সূর্য ঘুরতে থাকে সূর্য কখনই অস্ত যায়না এক দেশে সন্ধ্যা নামলে আর এক দেশে সকাল হয়। কেননা সূর্য ওই দেশে বিপরীত সাইডে চলে যায় এইজন্য সন্ধ্যা নেমে আসে আলোর রশি সেই দেশে পড়ে না।

IMG_20241110_184454.jpg

আমি এই ছবিগুলো ধারণ করছি পাঁচতলার উপর থেকে যদি আমি নিচে থাকতাম তাহলে এই ছবিগুলো আমি কখনই কালেকশন করতে পারতাম না কেননা নিজেকে এমন দৃশ্য দেখা কখনোই সম্ভব নয় আপনারা কে কে দেখেছেন এমন দৃশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20241110_184505.jpg

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed

সূর্য অস্তের সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরতে পেরে নিজের কাছে অনেক ভালোলাগা কাজ করছে আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন ।

Sort:  

Nice shot👍