🤗হ্যালো
[Sketchbook]
সকল বন্ধুরা 🤗
কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাই সুস্থ এবং ভাল থাকুন এটাই কামনা। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট শেয়ার করব। আপনারা জানেন আমার আর্ট করতে ভালো লাগে। এইজন্য আমি সব সময় নতুন নতুন আর্ট উপস্থাপন করার চেষ্টা করি। বিশেষ করে যাতে আপনাদের ভালো লাগে। আমি খুব সুন্দর ভাবে আমার আজকের আর্ট এর উপস্থাপনা করেছি। আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে।
🔸 উপকরণ 🔸 |
---|
আঁকার খাতা
পেন্সিল
রাবার
কলম
আর্টের বিবরণ
🔸ধাপ 1️⃣ 🔸 |
---|
প্রথমে আমি আঁকার জন্য একটি খাতা নিলাম। এরপর একটি কলম নিলাম। এরপর কলম দিয়ে প্রজাপতিটির কিছুটা অংশ এঁকে নিলাম।
🔸ধাপ 2️⃣🔸 |
---|
এরপর আমি প্রজাপতির একটি একটি করে তিনটি ডানা এঁকে নিলাম।
🔸 ধাপ 3️⃣ 🔸 |
---|
এরপর আমি নিচের একটি ডানার মধ্যে কিছু ফুলের ডিজাইন করে নিলাম।
🔸ধাপ 4️⃣🔸 |
---|
এরপর আমি ধীরে ধীরে পুরো ডানার মধ্যে ফুলের ডিজাইন করে নিলাম।
🔸ধাপ 5️⃣ 🔸 |
---|
এরপর একইভাবে দুইটি ডানার মধ্যে খুব সুন্দরভাবে ফুলের ডিজাইন করে নিলাম।
🔸ধাপ 6️⃣ 🔸 |
---|
এরপর চিকন করে দেওয়া দাগ গুলোর ভিতরে আবার ফুলের ডিজাইন করা শেষ করলাম। এভাবে করে অনেক সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আঁকা শেষ করলাম।