ধরেন প্রকৃতি অনেক নারাজ, মুষলধারে বৃষ্টি হচ্ছে কিংবা প্রচুর গরম পড়েছে। এতটাই গরম, কারো প্রেসার থাকলে সে যেকোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। এমন অনেকেই আমাদের জীবনে আছে। তিনি হয়তো আমাদের বাবা, মা কিংবা দাদা, দাদী। একে তো প্রকৃতি নারাজ তার উপরে পরিবারের কেউ বাইরে! সমস্যা নেই সে নিজেকে সামলাতে পারে কিন্তু তাও হয় না মাঝেমধ্যে গরম টা অনেক বেশী। এই কয়েক দিনে যে অবস্থা, যাদের প্রেসার আছে তারা তো পরের বিষয়, আপনার-আমার মত সুস্থ যুবক যুবতীরা এই গরমে কুপোকাত হয়ে পড়তে পারে, তাই না?
তো আপনি আপনার প্রিয়জনের খোঁজ নেওয়ার জন্য তাকে ফোন দিলেন কিন্তু ফোন এর কোন জবাব পাচ্ছেন না, কি মুশকিল! একবার দিলেন, দুইবার দিলেন, যোগাযোগ করতে পারছেন না। ঠিক আছে, হয়তোবা কোন কাজে ব্যস্ত। হতেই পারে, স্বাভাবিক, কিছুক্ষণ পর আবার চেষ্টা করলেন কিন্তু ফলাফল সেই একই। আপনাকে আবারো ব্যর্থতার মুখ দেখতে হল! মাথার মধ্যে তখন একটু দুশ্চিন্তা কাজ করে। আশেপাশের যারা জানতে পারে তাদের কাছ থেকে খবর নিলেন, যোগাযোগ করতে পারলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা গেল দুশ্চিন্তার ছায়া আপনাকে আরো ঢেকে ফেলল! এরকম পরিস্থিতি আসলেই খুব ভয়ানক। হ্যাঁ, এমনও হতে পারে আমার বাবার নিখোঁজ কাহিনীর মত। কিন্তু ওই ক্ষণিকের দুশ্চিন্তা ও কেন করবেন! যখন এর সমাধান আছে। ফোন ধরতেছে না, সমস্যা কই? হয়তোবা সাইলেন্ট, হয়তোবা খেয়াল করেনি, কিন্তু এতে আপনার চোখ মুখ শুকিয়ে যে কাঠ হয়ে গেছে তার সমাধান তো একটাই, আপনার প্রিয়জনের বর্তমান ভৌগলিক অবস্থান জানা। তাই না?
উৎস
আবার মনে করেন আপনার সন্তান ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা? কোচিং এর নামে অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে কিনা? কিংবা আপনার পরিবারের কারও উপর আপনার সন্দেহ, সে আপনার কাছে মিথ্যা কথা বলতেছে! যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য কোথাও যাচ্ছে! এইসব সমস্যার সমাধান একটাই, তা হল, উনাদের চলার গতি পথ নজরে-নজরে রাখা। কিন্তু আপনার তো কাজ আছে! কিংবা আপনি তো আর তাদেরকে সব সময় লুকিয়ে-লুকিয়ে ফলো করতে পারবেন না।
এই সব সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে গুগল-ম্যাপ। এখন এমন কোন এন্ড্রয়েড ফোন নেই যেখানে গুগল ম্যাপ নেই। আর না থাকলে সমস্যা কই? ইন্সটল করে নিবেন। তবে আরেকটা কথা, ট্রেকিং করার জন্য সব সময় ইন্টারনেট কানেকশন সচল থাকতে হবে। সমস্যা নেই আপনি এটাও জানতে পারবেন ইন্টারনেট কানেকশন বন্ধ করে রেখেছে কিনা। এক্ষেত্রে আপনি তার ইন্টারনেট সংযোগ অবস্থায় সর্বশেষ অবস্থানের কথা জানতে পারবেন।
আর মূলত আমি এই পদ্ধতি ব্যবহার করি হাই প্রেসারে আক্রান্ত আমার বাবার খোঁজ খবর রাখার জন্য এখন আপনি কিভাবে ব্যবহার করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার।
আপনি যদি বিনা অনুমতিতে প্রাপ্তবয়স্ক কাউকে ট্রেকিং করেন তাহলে সে আপনাকে আইনের আওতায় আনতে পারবে।
পদ্ধতিটি সচল করবেন কিভাবে?
- স্বাভাবিক, প্রথমে গুগল ম্যাপে যাবেন, তারপরে সেখানে আপনার অ্যাকাউন্টের আইকনে ক্লিক করবেন।
আমার নিজের করা
- তারপরে একটা অপশন দেখতে পারবেন লোকেশন-শেয়ারিং ওটাতে ক্লিক করবেন।
আমার নিজের করা
- তারপরে শেয়ার লোকেশন এর একটা পেজ আসবে, ওখানে শেয়ার লোকেশন এ ক্লিক করবেন।
আমার নিজের করা
- তারপরে গুগল ম্যাপ আপনার কন্টাকের ডাটা ব্যবহার করার অনুমতি চেলে এলাউ করে দিবেন। আর যদি আগে থেকেই অনুমতি দেওয়া থাকে তাহলে সরাসরি লোকেশন শেয়ারের পেজে চলে যাবে। ওখানে গেলে আপনি দুটো অপশন দেখতে পারবেন। বাই-ডিফল্ট এক ঘন্টার জন্য লোকেশন লোকেশন শেয়ার এর লিঙ্ক জেনারেট হবে। আপনি চাইলে ওটাকে বাড়িয়ে একদিন পর্যন্ত করতে পারবেন। তারপরে হোয়াটস্যাপ, মেসেঞ্জার, ই-মেইল কিংবা এসএমএসের মাধ্যমে ওই লিঙ্ক যে এই ডিভাইস থেকে ট্রাকিং করবেন ওখানে পাঠিয়ে দিতে পারেন। আপনি চাইলে এমনভাবে লিঙ্ক জেনারেট করতে পারেন যতক্ষণ পর্যন্ত এই ডিভাইস থেকে অফ করা না হবে ততক্ষণ পর্যন্ত সচল থাকবে। কিন্তু এক্ষেত্রে ওই লিঙ্কটি শেয়ার করার জন্য আপনাকে কেবল এসএমএস অপশনটি ব্যবহার করতে হবে ।