চন্দ্রমহলের সূর্যদুয়ার!?

in #hive-190212last year

▶️ Watch on 3Speak


I mean regardless the disappointment of this new discovery, it was still pretty fun to make up our own story as to why that gentleman has made such thing!

বাগেরহাট থেকে ফিরে আসবার আগে চা খাবার সময়, স্থানীয় একজন গল্প তুললো এখানে এক গহীন গ্রামে নাকি এক"চন্দ্রমহল"আছে!
শুনেই বেশ রোমাঞ্চিত বোধ করলাম এই ভেবে যে, সেখানে বুঝি চন্দ্রমুখী'র ভূতের দেখা মিলবে বা নিদেনপক্ষে কোনো এক রোমাঞ্চকর গল্পের সন্ধান পাব।
যদিও, এটা আমাদের পরিকল্পনার বাইরে, এবং বেশ ভেতরের দিকে, একটু চিন্তা হলেও সময় নিয়ে, কৌতূহলেরই জয় হলো!

কিন্তু যেয়ে দেখলাম আসল কাহিনী একেবারেই অন্য।
শাহজাহান, মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, অরে আমাদের দেশের এক প্রবাসী ভদ্রলোক বানিয়েছে তার স্ত্রীর নাম চন্দ্রমহল!
তবে তার রুচি থেকে সে যথেষ্ট চেষ্টা করেছে বোঝা যায় জিনিসটাকে তাজমহলের মতো একটা আবহ দিতে।
কিন্তু অদ্ভুত এক জগাখিচুড়ি তাতে।

বিস্তারিত বলবো গল্পে, আপাতত এই বোবা টানেলের রহস্য উদ্ঘাটন করতে চললাম!
কি আছে এই টানেলের শেষ মাথায়, টেনে নিয়ে চললো তিন গোয়েন্দাদের!


▶️ 3Speak

Sort:  

Hi @fahmidamou, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

20 HP50 HP100 HP200 HP300 HP500 HP1000 HP

JOIN US ON