অতঃপর ......

in #hive-1902129 months ago

আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এই এক কথা দিয়ে জীবন চলেনা । জীবনে আবেগের জায়গা দীর্ঘস্থায়ী না ।বিয়ে কিংবা সম্পর্ক চলে ভরসা আর বিশ্বাসে , আসল ভালোবাসাতে ফোন আর সোশ্যাল মিডিয়ার লেনদেন আসেনা ।

IMG_20240422_033040.jpg

সম্পর্কে ভরসা ঠিক ততটুকু থাকতে হয় যেখানে প্রাক্তনের সাথে পার করা যেকোনো কিছু একে অপরকে বলতে গেলেও ভাবতে না হয় । জীবনকে কিংবা সম্পর্ককে সস্তা কিংবা দামি সমীকরণ দিয়ে সাজাতে হয়না । ভালোবাসলে উদার হতে হয় ।

সম্পর্কে কেউও পারফেক্ট হয়না তবে দুইজনের মধ্যে একজন মানুষের যদি অতীত অভিজ্ঞতা খারাপ হয় তাহলে অপর মানুষকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই আসতে হয় । সম্পর্কে কে কতটুকু ছাড় দিলো এর পরিমাপ করলে সেটা বিজনেস ডিলারশিপ হয় ভালোবাসা না ।

আপনি আপনার পার্টনারের অতীত অভিজ্ঞতা জেনে নিছেন , সে মুভ অন করছে তার মানে এই না যে সে সব ভুলে যাবে , মানুষের মস্তিষ্ক সহজে কোনো ঘটনা ভুলেনা , এতে মানুষের নিজস্ব হাত নেই । মুভ অন করা মানে সে তার অতীতে বাস করেনা আর সেখানে ফেরত যাবেনা , কিন্তু অপরজনকে মেনে নিতে হবে যে তার মেমোরি লস হয়নি , বাজে অভিজ্ঞতা কাটিয়ে উঠতে সে একটা ভালো ভাবনা থেকে নতুন একটা সম্পর্কে জড়িয়েছে ।এমন অনেক ঘটনা যা একজনকে পাস্ট অভিজ্ঞতা থেকে ট্রমাটাইজ করে দেয় সেটা আপনি জানেন না , না জানাই স্বাভাবিক , তবে সে যাতে আপনাকে সব বলতে পারে সেই রাস্তা করে দিতে হবে ।মানুষের মস্তিষ্কের মেমোরি কার্ড খোলা যায়না বিধায় তার মনে পরবে , যদি কেউ বলে আমার অতীতের কিছু মনে নেই তবে আমি বলে দিবো সে মিথ্যা বলছে ।

সোজা সাপ্টা একটা কথা বলে দিলেই হয়না যে "এইসব ভুলতে হবে , অতীত মনে রাখা যাবেনা "

ম্যাটার মনে রাখার না , ম্যাটার মুছে ফেলার । সহজ স্বীকারোক্তি মানুষ দিতে পারেনা বিধায় কত শত মানুষ ভালোবাসতে চাওয়া মানুষের সামনে থেকেও ভিতরে ভিতরে মারা যাচ্ছে তার হিসেব কেউ জানেনা । আর এমন হবার কারণ কি জানেন ? মানুষ হারাবার ভয় । ভয়ের দাবানলে পরে সে আর উঠতে পারেনা , নিজের কথা বলতে পারেনা , খারাপ লাগা জমতে জমতে অসহায় হয়ে যায় , অতঃপর বাঁচতে ভুলে যায়!

লেখাটি পড়বার জন্য ধন্যবাদ , আজকের মতন এখানে বিদায় নিচ্ছি , আশা করছি দেখা হবে খুব শীঘ্রই ।