মানুষ সৃষ্টির সেরা জীব, এতে কি আপনার কোনো সন্দেহ আছে। আশা করি নিশ্চয়ই নেই। কারন এই একটি কথা আমরা বহু আগে থেকে জেনে আসছি। কিন্তু আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে, মানুষ সৃষ্টির সেরা জীব কেন, অন্য কোনো প্রাণী কেন সৃষ্টির সেরা জীব হওয়ার ট্যাগ পেল না, তাহলে আপনি উত্তরে কি বলবেন? আমি কি আপনাকে একটু বেশি কঠিন প্রশ্ন করে ফেলেছি? আচ্ছা, একটু ভাবুন ত আর এর পাশাপাশি আমার কথাগুলো একটু শুনুন এর ফাকে দিয়ে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, আমি যখন স্কুলে ছিল তখন বোধহয় অষ্টম শ্রেণিতে পড়তাম। হঠাৎ একদিন টিফিন পিরিয়ডের আগের ক্লাসে একটি গ্রুপ আমাদের ক্লাসে প্রবেশ করল, গ্রুপটি বিজ্ঞান বিষয়ক একটি সংগঠন থেকে হয়ত এসেছিল এবং বলল যে টিফিন টাইমে আজকে একটি কুইজ প্রতিযোগিতা আছে, যারা যারা ইচ্ছুক তারা যেন অংশগ্রহণ করে।
কুইজ প্রতিযোগিতা, যা আমার সবসময়ই ভালো লাগে। কারন ছোটকাল থেকেই আমার নতুন কিছু জানতে বা উত্তর দেয়ার মাধ্যমে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে আমার খুবই ভালো লাগত, এখনো লাগে। কারন একটু উদ্ভাবনীমুলক প্রশ্নের উত্তর সাধারণ সবাই দিতে পারে না বা হুট করেই সবার মাথায় আসে না, আর এজন্যই সেসব উদ্ভাবনীমূলক প্রশ্নের উত্তর দিতে পারলে সহজেই সবার মনোযোগ পাওয়া যায়। আর হয়তোবা এ কারনেই আমার এসব প্রশ্নের উত্তর দিতে খুবই ভালো লাগে।
আচ্ছা, মুল ঘটনায় আসা যান। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল আমাদের স্কুলের হল রুমে এবং সেখানের উপস্থিত ছিল বিভিন্ন ক্লাসের অসংখ্য শিক্ষার্থী। হঠাৎ অনুষ্ঠানটির মধ্যে একজন পরিচালক কুইজ প্রতিযোগিতা শুরু করে দিল। কুইজ প্রতিযোগিতাটি ছিল উন্মুক্ত হল রুমের মধ্যে উপস্থিত যে কোনো শিক্ষার্থী উত্তর দিতে পারবে। যে উত্তর দিতে ইচ্ছুক তাকে আগে হাত তুলতে হবে তারপর তার উত্তর নেওয়া হবে।
সে প্রতিযোগিতার মধ্যে একটি প্রশ্ন করা হলো, মানুষ সৃষ্টির সেরা জীব কেন? কিছুক্ষণ পর পর শিক্ষার্থীরা হাত তুলতেছিল এবং তাদের উত্তর দিচ্ছিল কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারছিল না। অবশেষে আমি কিছুক্ষণ ভেবে সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুললাম। মানুষ সৃষ্টির সেরা জীব তার উন্নত মস্তিষ্কের কারনে। আমার এই উত্তর শুনে প্রতিযোগিতাটির পরিচালক বলল, "হ্যাঁ এটাই সঠিক উত্তর।" সাথে সাথে পুরো হল রুমে করতালি বেজে উঠল এবং সবার দৃষ্টি আমার উপরে। পুরস্কার স্বরূপ তখন বিজ্ঞান বিষক একটি বই পেয়েছিলাম তাদের থেকে।
মানুষ সৃষ্টির সেরা জীব মানে সকল সৃষ্টির সেরা। ফেরেশতাদের থেকেও মানুষের মর্যাদা বড়। মানুষ সৃষ্টির সেরা হবার পেছনে রয়েছে আরেকটা কারন তা হলো মানুষ স্বাধীন। উন্নত মস্তিষ্কের পাশাপাশি, স্বাধীন হওয়াটাও আমার মতে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করেছে। আল্লাহ তায়ালা যিদ শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করতেন তাহলে সে সৃষ্টির মধ্যে থাকত না কোনো স্বাধীনতা। স্রষ্টা যা বলত সে অনুযায়ী সৃষ্টিকে বলতে হতো। আর যা দেখা মিলে ফেরেশতার দিকে তাকালে। তারা আল্লাহর দেওয়া আদেশের বাইরে গিয়ে কোনো কাজই করতে পারে না। আর এজন্য তারা সৃষ্টির সেরা জীব না। আর মানুষ, তাদের আছে উন্নত মস্তিষ্কের পাশাপাশি স্বাধীনতা। ভালো-মন্দ দুটো করার শক্তিই তার মধ্যে আছে। আর যে তার মন্দের সাথে যুদ্ধ করে ভালো কাজ করে সেই কি সৃষ্টির সেরা জীব নয়?