🤗হ্যালো
[Photography Lovers]
সকল বন্ধুরা 🤗
কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাই সুস্থ এবং ভাল থাকুন এটাই কামনা। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেলায় তোলা কাপড়ের ফুলের খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি।
বেশ কয়েকদিন হয়ে গেল মেলায় যাওয়া হয়নি। আমাদের পাশের এলাকায় একটি মেলা হচ্ছে, শুনে আমার ভীষণ ভালো লেগেছে। এরপর মামাকে ফোন দিয়ে বললাম মেলায় যাব। তিনি আমাকে নিয়ে মেলায় গিয়েছিলেন। সাথে আমার আন্টি ও ছিল। সেখানে যাওয়ার পর হঠাৎ করেই দেখলাম একটি ফুলের দোকান। দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রথমে ভাবলাম এগুলো সত্যিকারের ফুল কিন্তু সামনে গিয়ে দেখলাম এগুলো সব কাপড়ের তৈরি ফুল। প্রত্যেকটি পিজ ২০ টাকা করে বিক্রি করতেছিল দোকানদার। আমি অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছি। ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করব।
কাপড়ের তৈরি ফুলগুলো আমার কাছে সত্যিকারের ফুলের মত দেখায়। কিন্তু নষ্ট না হওয়ার কারণে দেখতে খুবই ভালো দেখায়। আমি আশা করি আপনাদের সবার আজকের কাপড়ের তৈরি ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।
🕯️ বিবরণ🕯️
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | realme7i |
পোস্ট তৈরি | @sadia7 |
লোকেশন | বাংলাদেশ |
photo by @sadia7