আমার ভেঙে যাওয়ার গল্পঃ

in Photography Lovers3 years ago

জীবনে প্রথম প্রেম হয় যখন আমি ক্লাস সেভেনে পড়ি। ভয়ে তার সাথে কোনো দিন পাশাপাশি বসাই হয়নি, হাত ধরা তো অনেক দূরের কথা। তখন স্মার্টফোন ইন্টারনেট এসব সহজলভ্য ছিলো না। সেই ডিজুস সিমের যুগে ৫ টাকায় ১০০ এসএমএস ই ছিলো ভরসা। নোকিয়া ১২০০ ফোনে শুধু চ্যাটিং হতো। বাবা জানতে পেরে সেবার খুব মেরেছিলো। এরপর আর কখনো কথা হয়নি। এটাকে প্রেম বলা যায় কিনা জানিনা কিন্তু আমি মনে মনে ভেঙে পড়ি...

দ্বিতীয় প্রেম হয় ইন্টারের পর ঢাকা এসে ২০১৬ সালের শুরুর দিকে। শুধু শারীরিক সম্পর্ক নয়, জীবনের সব কিছুই প্রথম বার হয় তার হাত ধরে। জীবনের শুরুটা হয়েছিল তাকে দিয়ে। পাখির ছানার যেমন চোখ ফোটে তেমন আমার চোখ ফুটেছে তার সাথে। ঢাকার রাস্তাঘাট কিছুই চিনতাম না, সবই চিনিয়েছে সে। এখন উবদি বলা যায় একমাত্র সে ছাড়া আর কেউই কখনো আমাকে সত্যিকার অর্থে ভালোবাসেনি। আমাদের সম্পর্ক একদম জমে ঘি হয়ে গেছিলো। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এতো ভালো ছিলো যে দুজন দুজনের চোখের ভাষা বুঝতাম। সেও আমার মতো দুষ্ট আর চঞ্চল ছিলো। দুজনই প্রচুর হাসাহাসি,খুনসুটি আর দুষ্টামি করতাম সারাক্ষন। প্রতিদিন দেখা হতো আমাদের। সারাদিন ঘুরাঘুরি করতাম। সবাই আমাদের বন্ডিং দেখে খুব জেলাস হতো। আমরা দুজনেই এ সম্পর্ক নিয়ে খুব খুশী ছিলাম। কিন্তু আমার কি নিয়তি!!! সম্পর্কের ঠিক ৮ মাসের মাঝামাঝি সে গাড়ি একসিডেন্টে মারা যায়। আমার জীবন বদলে যায়। তাকে ছাড়া অচল হয়ে পড়েছিলাম একদম। আমি খুব ভেঙে পড়ি। আমার স্বাভাবিক হয়ে উঠতে অনেক সময় লেগেছিলো। তারপর দুই তিন বছর কারো সাথে সম্পর্কে জড়াইনি...

তৃতীয় প্রেম হয় ২০১৮ তে এসে। এ প্রেম নিয়ে বেশী কিছু বলার মতো নেই কারন আমি খুব একটা সুখী ছিলাম না এই রিলেশনে। সে আমাকে সময় দিতে পারত না ব্যাস্ততার জন্য। আমাদের মাসে একদিন দুইদিন দেখা হতো।তার প্যারেন্টস আমাকে চিনতো ইভেন তার পুরো ফ্যামিলিই আমার কথা জানতো।তার মা আমাকে কল দিয়ে কথা বলতো। আমাদের বিয়ে হবার কথা ছিলো। অবশেষে সম্পর্কের দেড় বছরের মাথায় সে আমাকে চিট করেছে। আমি এতোটাই ভেঙে পড়েছি যে মানসিক রুগীর মতো আচরণ করতে থাকি মাঝেমধ্যে। তবুও মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষ গুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি...

তিন বছর পর মানে ২০২২ এর ফেব্রুয়ারি থেকে একটা ছেলের সাথে হালকা পাতলা কথা হচ্ছিলো। ঝগড়া মান অভিমান হলে দু তিন বার আমি কথা বন্ধ করে দেই কিন্তু সে নিজে থেকে বারবার এসে আমাকে স্বপ্নে বিভোর করে দিয়ে হঠাত চলে যায়। আরেকবারের মতো ভেঙে গেলো মন। আমি আবার ভাঙার অপেক্ষায় আছি। আরো একবার ভাঙার, এভাবে ভাঙতে ভাঙতে একদিন সব কষ্ট নিয়ে আল্লাহ্‌র কাছে গিয়ে আমার মন ভাঙার গল্পগুলো।

279140483_3142617905978920_8080823452032796103_n.jpg