অপরাজিত ফুলের ফটোগ্রাফি

in #hive-1177786 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব অপরাজিত ফুলের ফটোগ্রাফি।

ফুল প্রতিটা মানুষের কাছে অনেক প্রিয় ফুলের সংস্পর্শে থাকলে মানুষের মন হৃদয় নরম হয়ে যায় ফুল যেমন নরম মানুষের মন ও ঠিক তেমনি নরম থাকে। অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য এই ফুল গুলো দেখতে অনেক ছোট ছোট তবে এর সৌন্দর্য অপরূপ।

মালয়েশিয়া থেকে আমি এই ছবিগুলো সংগ্রহ করছি প্রতিটা ছবি আমার ফোনের ক্যামেরায় ধারণ করছি এবং আমি নিজে হাতে তুলেছি অপরাজিত ফুল গাছ সাধারণত লতার মত হয়ে থাকে সবুজ পাতার ফাঁকে ফাঁকে এই ফুলগুলো ফুটে থাকে।

সবুজ পাতার ফাঁকে বেগুনি রঙের এই ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর ফুলগুলো আকারে অনেক ছোট হলেও ফুলের ও যাই প্রতিটা বাড়ির সামনে এর ফুল গাছগুলো লাগালে বাড়ির সৌন্দর্য আরো বৃদ্ধি পায়।

অনেক বড় একটি অপরাজিত ফুল গাছ লতার মতো চারিপাশে ঝাপিয়ে পড়ছে আর অগণিত ফুল ধরেছে এই গাছটিতে।

বিকালবেলা ঘুরতে গিয়ে মূলত এই ফুলের ফটোগুলো কি করছি অনেক ঘোরাঘুরি করছি এবার দ্রুত ফিরে আসতে হবে বাসায়। আকাশের দিকে তাকিয়ে দেখি যে কালো মেঘে ঢেকে গিয়েছে দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নামবে অবশ্য মাঝেমধ্যে আকাশ ডেকে ডেকে উঠছে আমি আর দেরি না করে খুব দ্রুতই বাসায় রওনা দিলাম।

DeviceName

Picture Photography

•Categoryflowers 🌹🌹
•Camera UsedHandphone
•Modelvivo Sy 15y
•Photographer@mdsahin111
•Location Aceh/ Malaysia

Software Editing Adobe Lightroom

My name is Md. Sahin, I am a Bangladeshi. I love to do photography. Writing is my passion. Photography is my profession. I feel more comfortable writing in my own language. So I always write my articles in Bengali. I am not very good at English. So I prefer my own language.

Sort:  

The photography results are quite good and the plant is also useful and has properties.

Thank you so much