(Photography,📸) নয়ন তারা ফুলের ফটোগ্রাফি

in #hive-117778last month

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ নয়নতারা সাধারণত অনেকেই চিনে থাকেন আবার অনেকেই ছিলেন না এগুলো দেখতে আকারে অনেক ছোট তবে এই সৌন্দর্য একেবারেই যে কম সেটা কিন্তু নয়।

অন্যান্য ফুলের মত নয়নতারা ফুল খুব স্বাভাবিক পরিবেশেই বেড়ে ওঠে এই ফুলগুলো অল্প যত্ন নিলেই খুব সহজে তারা বংশবিস্তার করতে পারে। প্রায় ১২ মাস এই ফুলগাছে ফুল ফুটে থাকে কিছু কিছু সময় অধিক পরিমাণে ফুল দেখা যায় আবার কিছু কিছু সময় দুই একটা ফুল ফুটে থাকে তবে প্রত্যেক মাসেই এই গাছে নতুন নতুন ফুলের কলি দেখা যায়।

এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা লাল গোলাপি হলুদ ইত্যাদি তবে বেশির অংশ সময় দেখা মেলে হালকা লাল নয়নতারা ফুলের। যেটা আমি ফটোগ্রাফি করছি এটা হালকা লাল মধ্যখানে কিছুটা সাদা। সবুজ পাতার উপর অংশে এই ফুলগুলো ফুটে থাকে।

একটি ফুলের পাঁচটি পাপড়ি রয়েছে পাপড়িগুলো অনেকটাই চক্রের মত সাজানো তবে এর সৌন্দর্য আরো একটি দিক হলো যখন ফুল ফুটে তখন পাতার উপরিভাগে ফুলগুলো ভেসে থাকে বিশেষ করে এজন্যই বেশি সুন্দর্য লাগে।

অনেকেই আবার এই ফুলের মালা গাছে এই ফুলের মধ্যখান দিয়ে চিকন সিদ্ধ রয়েছে যার ভিতরে দিয়ে চিকন সুতা ঢোকানো সম্ভব আর একের পর এক ফুল সাজিয়ে মালা গাঁথা যাই। যাই হোক এই ফটোগ্রাফি গুলো করছি আমাদের রুমের নিচ থেকে নিচতলার ভাড়াটিয়া এর ফুল গাছগুলো লাগিয়েছে।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed

প্রতিদিন সে এই ফুল কাজগুলো অনেক যত্নের সাথে গড়ে তুলছে আমি প্রায় দেখি এই ফুল গাছের পরিচর্যা সে করছে। কিছুদিন আগে বিকাল বেলা আমি ঘুরতে বের হয়েছিলাম তখন চোখে পড়ে এই নয়নতারা ফুল এবং সাথে সাথে আমি মোবাইলের ক্যামেরা বের করে কিছু ফটো সংগ্রহ করি। তো বন্ধুরা এই ফুলের ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।