My dear hive friends,
I am @samadbro08 from Bangladesh. Today is Thursday ,January 23/2025
Assalamu Alaikum. Archon community members, hope everyone is well.I am new member here. Today I will present to you A story of a successful Dairy farmer.Let's begin.
In a village there lived a young man named Janai. Janai loved nature since childhood, and dreamed of doing something that would benefit his own village and family. His father was a farmer, but Janai always wanted to take up some new venture in addition to agriculture as animal husbandry or farming.
একটা গ্রামে জনাই নামে এক তরুণ বাস করত। জনাই ছোটবেলা থেকেই প্রকৃতিকে ভালোবাসত, আর তার স্বপ্ন ছিল এমন কিছু করা, যাতে তার নিজের গ্রাম আর পরিবার উপকৃত হয়। তার বাবা ছিলেন একজন কৃষক, কিন্তু জনাই সবসময় চাইত কৃষির পাশাপাশি পশুপালন বা খামারি হিসেবে কিছু নতুন উদ্যোগ নিতে।
One day he went to the market and saw that the price of milk was increasing day by day, but the number of cows in the village was low. He felt that raising cows would not only yield milk, but also earn money from manure, fuel, and calves. Since then, he had a plan to start a farm. Instead of selling his land, he decides to start a cow farm on part of the land. At first, his family was a bit hesitant, as they had never been down this road. But Janai patiently explained them.
একদিন বাজারে গিয়ে জনাই দেখল, দুধের দাম দিন দিন বাড়ছে, কিন্তু গ্রামের গরুর সংখ্যা কম। তার মনে হলো, গরু পালন করলে শুধু দুধই পাওয়া যাবে না, সার, জ্বালানি, এবং বাছুর থেকেও উপার্জন করা সম্ভব। তখন থেকেই তার মাথায় খামার করার পরিকল্পনা গেঁথে যায়। সে তার জমি বিক্রি না করে, জমির একাংশে গরুর খামার করার সিদ্ধান্ত নেয়। প্রথমদিকে তার পরিবার একটু দ্বিধায় ছিল, কারণ তারা কখনো এ পথে যায়নি। কিন্তু জনাই ধৈর্য ধরে তাদের বোঝাল।
Janai first bought three cows. He started cultivating grass and hay in his land for cattle feed. The first few months were very challenging. Many times the cows fell ill with diseases, but he learned something new every day—vaccinating, feeding properly, and caring for the cows. Gradually his farm started becoming profitable. People of the village started buying milk from him, because his cow's milk was pure and nutritious. Apart from selling milk, Janai also made and sold organic fertilizer from dung.
জনাই প্রথমে তিনটি গরু কিনল। গরুর খাবারের জন্য নিজের জমিতে ঘাস ও খড় চাষ শুরু করল। প্রথম কয়েক মাস খুবই চ্যালেঞ্জিং ছিল। অনেকবার রোগে গরু অসুস্থ হয়ে পড়ত, কিন্তু সে প্রতিদিন নতুন কিছু শিখত—ভ্যাকসিন দেওয়া, সঠিক খাবার দেওয়া, ও গরুর যত্ন নেওয়া। ধীরে ধীরে তার খামার লাভজনক হতে শুরু করল। গ্রামের মানুষজন তার কাছ থেকে দুধ কিনতে শুরু করল, কারণ তার গরুর দুধ খাঁটি ও পুষ্টিকর ছিল। জনাই তখন দুধ বিক্রি ছাড়াও গোবর দিয়ে জৈব সার তৈরি করে বিক্রি করত।
One day a cow in the farm got very sick. He contacted the nearest vet, but the treatment did not arrive in time. He was heartbroken when the cow died. But this incident made him more aware. He himself read books on animal husbandry and became proficient with training. Janai started expanding his farm. The number of cows reached five to ten. Some other unemployed youth of the village joined him. They started working as a team.
একদিন খামারে এক গরু খুব অসুস্থ হয়ে পড়ল। সে কাছের পশু-চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করল, কিন্তু চিকিৎসা সঠিক সময়ে পৌঁছায়নি। গরুটি মারা যাওয়ায় তার মন ভেঙে গেল। কিন্তু এই ঘটনাই তাকে আরও সচেতন করল। সে নিজেই পশুপালনের বিষয়ে বই পড়ে এবং প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে উঠল। জনাই তার খামার বড় করতে শুরু করল। গরুর সংখ্যা পাঁচ থেকে দশে পৌঁছাল। গ্রামের আরও কিছু বেকার যুবক তার সঙ্গে যোগ দিল। তারা দলবদ্ধভাবে কাজ করতে লাগল।
Janai is now not just a farmer but a role model for the village. He set up a small cow's milk processing unit, where curd, butter, and ghee were made from the milk. His products became popular beyond the villages and also in the cities. Today Janai has become the cause of economic development not only of himself but of the entire village. He proved that dreams can be fulfilled with courage and hard work. His farm is now popularly known as “Janai Dairy Farm”.
জনাই এখন শুধু একজন খামারি নয়, গ্রামের জন্য একজন উদাহরণ হয়ে উঠেছে। সে একটি ছোট গরুর দুধ প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করল, যেখানে দুধ থেকে দই, মাখন, এবং ঘি তৈরি করা শুরু করল। তার তৈরি পণ্য গ্রাম ছাড়িয়ে শহরেও জনপ্রিয় হয়ে উঠল। আজ জনাই শুধু নিজের নয়, পুরো গ্রামের অর্থনৈতিক উন্নয়নের কারণ হয়ে উঠেছে। সে প্রমাণ করেছে, সাহস আর পরিশ্রম দিয়ে স্বপ্ন পূরণ করা সম্ভব। তার খামার এখন সবার কাছে “জনাই ডেইরি ফার্ম” নামে পরিচিত।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
Follow Our Social Media