কক্সবাজার। শিক্ষা সফরে এসেছে কলেজের ছাত্ররা। সাথে দুইজন শিক্ষক। সি-বিচে ক্যাম্প ফায়ার করে গাইছে ছেলেরা। এর মাঝে চুপ করে এসে বসলেন শরীফ স্যার। গান শেষ করে সবাই স্যারের সাথে গল্প শুরু করলো। আসরও জমে উঠলো। স্যার একফাঁকে ছাত্রদের সামনেই সিগারেট জ্বালিয়ে বললেন "কি সুন্দর আবহাওয়া, তোরা কিছু আনস নাই?"
ছাত্ররা খুশিতে গদগদ হয়ে, বের করলো একটা মদের বোতল। স্যার বোতলটা হাতে নিয়ে দেখে বললো, "একটা দিয়া কি হইবো"। ছাত্রদের হাসি চাঁদের আলোতে চিকচিক করে উঠলো৷ একজন অভয় দিয়ে বললো "স্যার আপনে খান, হোটেলে আরো ৫টা আছে"। বলা শেষ হতেই, কোথাথেকে স্যার বের করলেন একটা বেত৷ বেতিয়ে সবাইকে হোটেলে নিয়ে গেলেন।
— ট্রাস্ট ইস্যুর শুরু হলো যেভাবে
(১০০ শব্দে, কারো জীবন থেকে নেয়া ছোটোগল্প)